শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

শাকিব খানের ‘তুফান’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

বিনোদন প্রতিবেদক / ২৮ জন দেখেছেন
আপডেট : জুন ৫, ২০২৪
শাকিব খানের ‘তুফান’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মুক্তির আগেই গান ও টিজার দিয়ে ‘তুফান’ তুলেছে শাকিব খানের নতুন সিনেমা। রায়হান রাফির এ সিনেমার গান ও টিজার নিয়ে প্রশংসা করছেন দুই বাংলার দর্শকরা। শোনা যাচ্ছে, এবার ঈদে মুক্তি পেতে চলছে ‘তুফান’। মুক্তির আগে বিতর্কের মুখে এই সিনেমাটি।

অভিযোগ উঠেছে, সেন্সর বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও নিয়মকানুনের তোয়াক্কা না করে টিজার প্রদর্শন করেছেন রায়হান রাফি। ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পায় সেন্সর বোর্ড। এছাড়া গত ১০ মে সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের ‘গুলশান’ সিনেমাহলে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার।

সূত্রটি বলছে, আইন ভঙের এই অভিযোগটি বেশ গুরুত্ব সহকারে দেখছে সেন্সর বোর্ড। যার কারণে সিনেমাটির সেন্সর ছাড়পত্র নিয়ে নিয়ে বোর্ড কর্মকর্তারা নতুন করে ভাবছেন। এছাড়াও সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে আইন ভঙের অভিযোগ।

এর আগে ‘তুফান’ সিনেমার টিজার মুক্তির পর উঠে নকলের অভিযোগ। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ সমালোচনাও হয়।

প্রসঙ্গত, বড় বাজেটের এ সিনেমায় শাকিব খানের হিসেবে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আরও আছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান