সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক দম্পতি ও ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে শাকিবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অপু।
এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাকিব ও অপু আবার এক ছাদের নিচে ফিরছেন। এই ভিডিওগুলো অনেক ভক্তেরই প্রশ্ন, তাহলে গুঞ্জনই কি সত্যি হতে যাচ্ছে? আবারও এক হচ্ছেন সাবেক এই দম্পতি?
এ ব্যাপারে জানতে চাইলে যুক্তরাষ্ট্র থেকে এক সংবাদমাধ্যমকে এই অপু বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমাদের সন্তান জয় প্রথম আমেরিকা এসেছে। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়।
‘বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।’
জানা যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন অপু। তাহলে শাকিবের সঙ্গে দেখা হলো কখন? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শপিংয়ে নিচ্ছেন। কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি। ব্যাপারটা এই তো।’
রফিকুল ইসলাম নামের আরেকজন ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমরাও চাই শাকিব-অপু আবার এক হোক।’
ভাইরাল হওয়া ভিডিওতে তাদের একসঙ্গে দেখে অনেক ভক্তই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মন্তব্য করছেন, আমরাও চাই শাকিব-অপু আবার এক হোক।
ভক্তদের এসব মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন অপু। তিনি বলেন, ‘গতকাল বিকেলের দিকে সন্তানকে সঙ্গে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে।
‘আমি ফেসবুকে দেখেছি। আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখছি। বেশির ভাগই তো ইতিবাচক। আমি মনে করি, ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবেই দেখি। ভক্তরা প্রিয় তারকার যেকোনো বিষয় ভালো চান। আমি সব সময়ই ভক্তদের কথার প্রাধান্য দিই।’
তাহলে ভক্তদের এমন চাওয়াকে কতটা গুরুত্ব দিচ্ছেন? এমন প্রশ্ন শুনে হেসে অপু বলেন, ‘দেখুন, পরিস্থিতি কখন কী হয়, সেটা হুট করে বলা মুশকিল। এখনই এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়। দেখা যাক কী হয়।’
You must be logged in to post a comment.