‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ তুলেন শাকিব খানের বিরুদ্ধে। এরপর থেকে সরব হয়ে উঠে মিডিয়া পাড়া। এর ঠিক একদিন পর বৃহস্পতিবার (১৬ মার্চ) শাকিবের সঙ্গে মিমাংসা হয় এ প্রযোজকের।
রাজধানীর একটি রেস্টুরেন্টে দুজনের মধ্যে বিরোধ মিমাংসা হয় বলে জানা যায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
গতকাল ১৫ মার্চ বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।
You must be logged in to post a comment.