মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

শাকিবের সঙ্গে আলিঙ্গনরত পরীমনির ভিডিও, কিসের ইঙ্গিত?

বিনোদন ডেস্ক / ২৩ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২২, ২০২৪
শাকিবের সঙ্গে আলিঙ্গনরত পরীমনির ভিডিও, কিসের ইঙ্গিত?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঢালিউড নায়িকা পরীমনি (Porimoni) এখন দুই সন্তানের মা। ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী, যার তিনি ‘সিঙ্গেল মাদার’। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। আলোচনায় থাকেন অভিনেত্রী। কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও কাজের জন্য তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। ফের শিরোনামে পরী। কিছুদিন আগে খবর ছড়ায় ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে নাম জড়াল পরীমনির। আসলে নেটমাধ্যমে এই খবর নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে, একটি ছবি ভাইরাল হওয়ার পর।

পরীমনি – শাকিব দু’জনেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোর কেন্দ্রবিন্দুতে থাকেন। দুই তারকাকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। ক্যামেরার সামনেই শাকিবকে জড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন পরী। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। বহু বছর আগে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ ছবিতে জুটিতে দেখা যায় পরীমণি ও শাকিবকে। সকলেই দারুণ পছন্দ করে তাঁদের জুটি। যদিও এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। যদিও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তাঁদের। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে দেখা হয়।

সেই অনুষ্ঠানে বাংলাদেশের আরও অন্যান্য বহু তারক উপস্থিত থাকেলও, সকলের নজর কাড়েন পরীমণি -শাকিব। ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যাচ্ছে, পরীমনি গাড়ি থেকে নেমে প্রবেশ করছেন। সেসময় শাকিবের সঙ্গে দেখা হয় তাঁর। দেখা মাত্রই একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। আলিঙ্গনরত অবস্থায় বেশ আবেগপ্রবণ দেখা যায় নায়িকাকে পরীমণিকে। এই ভিডিও দেখে অনেকেই ইচ্ছেপ্রকাশ করেছেনক, আবার দু’জনকে জুটিতে দেখার।

পরীমনির নতুন প্রেম চর্চা শুরু হয়, সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ভিডিও থেকে। যেখানে দেখা যাচ্ছে রাস্তায় দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। জানলার কাচ খোলা। আর কাচের উপর হাতের পর হাত রাখা। সঙ্গে চলছে মিষ্টি গান। ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি…।’

তবে নায়িকার জীবনে এই নতুন মানুষটি কে, সেটা জানাননি তিনি। মনে করা হয় সবটাই ধীরে ধীরে সামনে আনবেন। যদিও এক দিন বাদে অভিনেত্রী নিজেই জানান, গোটাটাই মজা করছিলেন, আসলে তেমন কিছু না।

প্রসঙ্গত, পরীমনির পাশাপাশি আলোচনায় থাকেন নায়িকার প্রাক্তন স্বামী শরিফুল রাজও। বিচ্ছেদ হয়ে গিয়েছে জুটির। রাজ – পরীর সংসারে আগমন হয় তৃতীয় ব্যক্তির। সেই থেকেই সমস্যার শুরু। চারবার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর, বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। ২০১০ সালে পরীমনির প্রথম বিয়ে হয় তাঁর আত্মীয় ইসমাইল হোসেনের সঙ্গে। মাত্র দু’বছর সংসার করার পর, ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়। সেই বছরই ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। এই বিয়ে টিকেছিল বছর সাতেক। ২০১৯ সালে এই বিয়েও ভেঙে যায় এবং সেই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন পরীমনি। যদিও সেই বিয়ের বয়স ছিল খুবই অল্প দিন। শোনা যায়, ২০২০ সালে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের কথা জানান পরীমনি। এই বিয়েও অল্প দিনের মধ্যেই ভেঙে যায়।

চতুর্থবার বিয়ে ভাঙার পর, ২০২২ সালের জানুয়ারি মাসে জনসমক্ষে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। যদিও শোনা যায় ২০২১ সালের ১৭ অক্টোবর রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন নায়িকা। গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন দুই তারকা। এবছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। গত ১০ অগাস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। এরপর এই বিয়েও ভেঙে যায় নায়িকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান