বিনোদন ডেস্ক: ওটিটি প্লাফর্মে আত্মপ্রকাশ করেই বড় ধরনের ধামাকা দেখালেন বলিউড তারকা শহীদ কাপুর। কেননা তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ফারজি’ সবচেয়ে বেশি দেখা ভারতীয় সিরিজের খেতাব জিতল! শহীদ কাপুর এবং বিজয় সেতুপতি অভিনীত এই সিরিজের ভিউ ইতিমধ্যে ৩৭ মিলিয়ন পেরিয়ে গিয়েছে! চলতি সপ্তাহে ফারজি মির্জাপুরকে টপকে গিয়ে মোস্ট ওয়াচড ভারতীয় সিরিজের রেকর্ড গড়ল।
মাত্র কমাসেই এই রেকর্ড গড়ল এই সিরিজ। গত ফেব্রুয়ারি মাসে অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিরিজ মুক্তি পায়। যার পরিচালনা করেছিলেন রাজ এবং ডিকে। সিরিজে শহীদ কাপুরের চরিত্র হলো স্ট্রিট স্মার্ট ক্রিমিনালের আর অন্যদিকে বিজয় সেতুপতিকে দেখা গেছে পুলিশের চরিত্রে। এই সিরিজে আরও আছেন রাশি খান্না, কে কে মেনন, অমল পালেকর, ভুবন আরোরা, জাকির হোসেন, প্রমুখকে। রাজ ও ডিকে এ সিরিজের পরিচালনা করেন।
১৯৯০-এর দশকে কয়েকটি চলচ্চিত্রে শহিদ সহ-নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি কয়েকটি মিউজিক ভিডিও ও টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনয় করেন। ২০০৩ সালে ইশক্? ভিশক্? নামে একটি রোমান্টিক কমেডি ছবিতে শহিদ প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরুষের পুরস্কার পান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
You must be logged in to post a comment.