শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

শরীর দেখাতে কখনও অস্বস্তিতে ভুগতেন না, জানালেন জিনাত

ফোরাম প্রতিবেদক / ১৩৮ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২৩
শরীর দেখাতে কখনও অস্বস্তিতে ভুগতেন না, জানালেন জিনাত
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমান। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেই যেন বোম ফাটালেন। এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, শরীর দেখাতে কখনোই অস্বস্তি বোধ করেননি তিনি।

সম্প্রতি ‘সত্যম শিবম সুন্দরম’ ছবির একটি দৃশ্যের ছবি শেয়ার করে রীতিমতো অনুরাগীদের মন জিতে নিলেন জিনাত।

শুধু ছবি নয়। ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে কিভাবে রাজ কাপুর তাঁকে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন, সে কথাও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন জিনাত আমান।

ইন্সটা পোস্টে জিনাত লিখেছেন, ‘এই ছবিটা ১৯৭৭ সালে তোলা হয়েছে। ছবিটা তুলেছিলেন জে পি সিঙ্ঘল। আর আমার পোশাক ডিজাইন করেছিলেন অস্কার জয়ী ভানু আথাইয়া। ’

অভিনেত্রী ছবির ইতিহাস টেনে লিখেন, ‘এই ছবি নিয়ে সে সময় বলিউডে বিতর্কের ঝড় উঠেছিল। ছবিতে আমার অভিনয়ের তুলনায়, কথা হয়েছিল আমার পোশাক নিয়ে। তবে এসব নিয়ে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। বরং সিনেমার পর্দায়, চরিত্রের খাতিরে যদি শরীর দেখাতে হয়, তাহলে সেটা নিয়ে কখনোই অস্বস্তিবোধ করিনি। ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান