শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

শরীরের ১০টি হাড় ভেঙেছে ‘জেমস বন্ড’ অভিনেত্রীর ‌

বিনোদন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৫, ২০২৪
শরীরের ১০টি হাড় ভেঙেছে ‘জেমস বন্ড’ অভিনেত্রীর ‌
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। আর সেসব ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের শরীরের ১০টি হাড় ভেঙেছে তাঁর। খবর বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের।

‘জেমস বন্ড’ সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। নেটফ্লিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার হাত ভেঙেছে, দুইবার পাঁজর ভেঙেছে। একবার একসঙ্গে দুই পাঁজর ভেঙেছিল। আরেকবার পাঁজরের তিনটা হাড় ভাঙে। একবার টেলবোন ভাঙে, আরেকবার পায়ের দুই আঙুল ভেঙেছিল।’

২০১২ সালে মুক্তি পায় হ্যালি বেরি অভিনীত সিনেমা ‘ডার্ক টাইড’। এতে শুটিংয়ের সময় শ্বাস বন্ধ করে পানির নিচে ডুবে থাকতে হয়েছিল তাঁকে।

সেই স্মৃতিচারণ করে হ্যালি বললেন, ‘এ সিনেমার শুটিংয়ের সময়ে আড়াই মিনিট শ্বাস বন্ধ করে ডুব দিয়ে ছিলাম। মনে হয়েছিল, আমি মরে যাচ্ছি।’

প্রসঙ্গত, হ্যালি বেরির আসন্ন সিনেমা ‘দ্য ইউনিয়ন’। এতে তিনি ছাড়া আরও রয়েছেন ‘আর্থার দ্য কিং’ অভিনেতা মার্ক ওয়ালবার্গ। নেটফ্লিক্সে আগামী ১৬ আগস্ট এটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান