এনটিভিতে প্রচারিত ধারবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’ সম্প্রতি শতপর্ব পার করল। সপ্তাহে তিনদিন সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’। নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। শক পর্ব পার করার পর নির্মাতা জানালেন, ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই গ্রহণযোগ্যতার কারণেই শতপর্ব পেরিয়েছে।
শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে রয়েছেন আরও এক ঝাঁক আর্টিস্ট। তারা হলেন– এনিলা তানজুম, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলাল।
নির্মাতা সাজিন আহেমদ বাবুর ভাষ্য, ‘নাটকটি নিয়ে আমি সাড়া পাচ্ছি। পারিবারিক গল্পটাই নানান এঙ্গেলে এতে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি দর্শক ধারাবাহিকটি দেখার সময় গল্পের মধ্যে নিজেকে ভাবতে পারছেন। গল্পটা দর্শক কানেক্ট করতে পারছেন বলেই হয়তো ১০০পর্ব পেরিয়ে এসেছি আমরা। আগামীতে গল্পে আরও বাঁক থাকবে।’
You must be logged in to post a comment.