বলিউডে পরিবারের মধ্যে সবচেয়ে অন্যতম পরিবার কাপুর পরিবার। তাদের চলনে-বলনে আর দশ জনের চেয়ে আলাদা। কিন্তু কাপুর পরিবারের মেয়ে হয়েও কারিশ্মা কাপুর এবং কারিনা কাপুর নাকি লোকাল ট্রেনে, স্কুল বাসে চেপে স্কুল-কলেজে যেতেন!
এক সাক্ষাৎকারে কারিশ্মা বলেন, ‘ছোট থেকেই সাধারণভাবে বড় হয়েছি। আমি আর বেবো (করিনা কাপুর) স্কুলবাসে স্কুলে যেতাম।কলেজও গিয়েছি লোকাল ট্রেনে চেপে ।’
মা ববিতার প্রসঙ্গ টেনে কারিশ্মা যোগ করেন, ‘মা আমাদের শিখিয়েছে কী ভাবে শিকড়ের কাছাকাছি থাকতে হয়। মা জানতে চায় অভিনয়ের ভালোবাসার কথা। মা আামাদের সবসময় সাপোর্ট করতেন। সব সময়েই আমাদের উৎসাহ দিয়ে এসেছে মা।’
You must be logged in to post a comment.