শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

লোকসভা নির্বাচনে জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক / ৩৫ জন দেখেছেন
আপডেট : জুন ৪, ২০২৪
লোকসভা নির্বাচনে জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হিমাচল প্রদেশের মান্ডিতে জয়ী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ আসনে বিজেপির প্রার্থী কঙ্গনা কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন। নির্বাচনে জিতে এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, তিনি জিতেছেন ‘প্রধানমন্ত্রী মোদীর নামেই’।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যমতে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।

যদিও এই জয়ের কৃতিত্ব বিজেপির থেকে কঙ্গনাকেই বেশি দিচ্ছেন বিশ্লেষকরা। ১ জুন কঙ্গনা রানাউতের লোকসভা কেন্দ্রে ভোট ছিল। এর আগে বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা চষে বেড়িয়েছেন অভিনেত্রী। জনসংযোগ করেছেন। আর সেই পরিশ্রমের ফলই কঙ্গনা পেয়েছেন বলে মনে করছেন অনেকে।

এদিকে নির্বঅচনে জয়ী হয়েই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসের প্রার্থীকে আক্রমণ করেছেন ‘কুইন’। তাঁর ভাষায়, এক মহিলা সম্পর্কে এত খারাপ কথা যারা বলেন, তাদের পরিণতি ভোগ করতেই হবে। আমরা ব্যাপক ভাবে জিতছি। মান্ডী নিজের মেয়েদের অপমান সহ্য করে না। এখনই ব্যাগ গুছিয়ে হিমাচল ছাড়া উচিত কংগ্রেস প্রার্থীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান