জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী লেডি গাগার গত বছরের শুরুর দিকে কুকর ছিনতাই হয়। এই ঘটনায় গায়িকা অভিযোগ জানালে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় আসামি জেমস হাওয়ার্ড জ্যাকসনকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি আদালত সোমবার শোনানি শেষে এই রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক রাতে লেডি গাগার তিনটি কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন কেয়ারটেকার রায়ান ফিশার। এসব কুকুর মূল্যবান। যা ছিনতাইকারীরা ভালো করেই জানতেন। ছিনতাইকারীরা ফিশারের বুকে গুলি করে কুকুর তিনটি নিয়ে পালিয়ে যান। কিন্তু একটি কুকুর ছিনতাইকারীদের কাছ থেকে পালিয়ে আসে।
ঘটনার সময় শুটিংয়ের কাজে ইতালি ছিলেন লেডি গাগা। পরে তিনি ফেরার পরে কুকুরগুলো ফেরত পাওয়ার জন্য ৫ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন। ঘোষণার কিছুদিন পরে এক নারী কোজি ও গুস্তাভ নামের দুটি কুকুর নিয়ে হাজির হন।
এ ঘটনায় পুলিশ জানায়, ওই নারী এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।
You must be logged in to post a comment.