পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে শাকিব খান-সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। সোমবার (২ জুন) রাতে এ সিনেমার গান ‘লিচুর বাগানে’ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন নতুন ‘তাণ্ডব’ শুরু হয়েছে নেটদুনিয়ায়।
প্রীতম হাসান ও জেফার রহমারে কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।
নির্মাতা রায়হান রাফি তার ফেসবুক পেজে গানটি শেয়ার করেছেন। সবাই এক ঝলকে গানটি লুফে নিয়েছে। একেবারেই অন্য আঙ্গিকের একটি গান। রায়হান রাফি তার ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক। জানালেন, ‘লিচুর বাগানে শতভাগ দেশী’।
এদিকে শাকিব খান গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন লিচুর বাগানে ‘তাণ্ডব’ শুরু!
প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।
এর আগে ছবিটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ।
উল্লেখ্য, ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।
You must be logged in to post a comment.