প্রেমে পড়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ‘টাইটানিক’ খ্যাত তারকা প্রেম করছেন অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের সাথে। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা মরোনের সঙ্গে বিচ্ছেদও হয়েছে অভিনেতার। সেই প্রেম ভাঙার দু’মাস না যেতেই তাকে দেখা গেছে লামাসের সাথে একান্তে সময় কাটাতে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হলিউড অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের সঙ্গে ডিনারে যান অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ডিনার কওে আলাদা আলাদা বেরুলেও একই গাড়িতে তারা বাড়ি ফেরেন। সংবাদমাধ্যমটির দাবি, ডিক্যাপ্রিওর নতুন প্রেমিকা লামাস। এর আগেও তাদেও কয়েক জায়গায় একসাথে দেখা গেছে।
ভিক্টোরিয়া লামাস অভিনেতা লরেঞ্জো লামাসের কন্যা। ‘দ্য লাস্ট থিং দ্য আর্থ সেড’, ‘এ ভার্চুয়াস রোল’ এবং ‘টু নাইনারের’ মতো চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া।
You must be logged in to post a comment.