শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

লাপাতা লেডিসের পর অস্কারের মঞ্চে ‘সন্তোষ’

বিনোদন ডেস্ক / ২৪ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৪
লাপাতা লেডিসের পর অস্কারের মঞ্চে ‘সন্তোষ’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

লাপাতা লেডিসের পর অস্কারের মঞ্চে যুক্ত হলো আরও একটি ভারতীয় হিন্দি সিনেমার নাম। সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’ ২০২৫ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মসের প্রতিযোগিতায় অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। এই ফিচার ফিল্মসে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহানা গোস্বামী, সুনিতা রাজওয়ার, প্রতিভা অবস্থি।

সন্তোষ সিনেমাটি ২০২৪ সালের কান ফেস্টিভ্যালে আন সার্টেন রিগার্ড প্রিমিয়ার করেছে। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, আমেরিকান সংস্থা বাফটা’র বাছাই করা তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে সিনেমাটি।

‘সন্তোষ’ আমেরিকায় ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। সিনেমাটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ার পেছনে একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে।

সন্ধ্যা সুরি পরিচালিত এই সিনেমাটি একটি অনুসন্ধানী থ্রিলার। এই সিনেমায় যে গল্পটি দেখানো হয়েছে সেই গল্পের পটভূমি উত্তর ভারতের একটি গ্রাম নিয়ে। ওই গ্রামের সদ্য বিধবা সন্তোষ তার প্রয়াত স্বামীর পুলিশের চাকরি পায়।

চাকরি পাওয়ার পরেই একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তে জড়িয়ে পড়ে সন্তোষ। এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প।

এ বছর ভারত থেকে অস্কারের জন্য আরও মনোনীত হয়েছে কিরণ রাও পরিচালিত, আমির খান এবং জ্যোতি দেশপান্ডে প্রযোজিত ‘লাপাতা লেডিজ’। আপাতত ‘সন্তোষ’ লাপাতা লেডিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান