টিভিতে লাইভ খবর পড়াকালীনই প্রেমিকার সামনে আংটি নিয়ে দাঁড়িয়ে পড়লেন যুবক। দিয়েছেন বিয়ের প্রস্তাব। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গণমাধ্যম ডব্লিউআরসিবি টিভি চ্যানেলে খবর পড়ছিলেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। তাঁর চোখ ছিল টেলিপ্রপ্টারের দিকে। হঠাৎই বুঝতে পারেন স্টুডিওর বাঁ-দিক থেকে তাঁর দিকে কেউ এগিয়ে আসছেন। এরপরই খবর পড়া থামিয়ে দেন। তাকিয়ে দেখেন হাতে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে তাঁর বয়ফ্রেন্ড রিলি নাজেল। তিনিও সংবাদমাধ্যমেরই সাংবাদিক তিনি।
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই প্রেমপ্রস্তাবের ভিডিও। যেখানে রিলি বলছেন, কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসেই আলাপ হয়েছিল। তুমি স্বভাব ভীষণ ভালো। তুমি এতটাই উজ্জ্বল যে পুরো ঘর আলো করে দাও।
এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। হাসি মুখে সেই মিষ্টি প্রস্তাবে রাজিও হয়ে যান তিনি। রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুমু খান তাঁরা।
এই ভিডিও নজর কেড়েছে অনেক নেটিজেনেরই। বলছেন, এমন মিষ্টি প্রেমপ্রস্তাব পেতে কার না ইচ্ছে করে! যদিও অনেকে বলছেন, পাবলিসিটি স্টান্ট দিতেই এসব কাণ্ড!
You must be logged in to post a comment.