দীর্ঘদিন ধরে অসুস্থ ‘ইত্যাদি’তে গান গেয়ে পরিচিতি পাওয়া গায়ক আকবর। এবার তার একটি পা কেটে ফেলা হয়েছে। ফেসবুক একটি পোস্ট দিয়ে আকবরের মেয়ে অথৈ খবরটি নিশ্চিত করেছে।
পোস্টে অথৈ লেখে, ‘আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে? সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’
গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেম সীমা বলেন, ‘আকবারের পায়ের অবস্থা আরও খারাপ হওয়ায় তার ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় ডাক্তার। যেহেতু তার ডায়বেটিসসহ শরীরে নানান সমস্যা রয়েছে তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে।’
হাত দিয়ে বুক ঢেকে ক্যামেরার সামনে পুনম পাণ্ডে!
তিনি আরও বলেন, ‘আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু উপায় তো নেই। তাকে বাঁচাতে হবে, যার জন্য এই কঠিন সিদ্ধান্তটা নিতেই হয়েছে।’
জানা যায়, আকবরের চিকিৎসার খবর রাখছেন চলচ্চিত্রের খল নায়ক ডিপজল ও আকবরের আবিষ্কারক হানিফ সংকেত।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আকবর বলেছিল, তার ডান পায়ে পচন ধরে তা ক্যান্সারে রূপ নিচ্ছিল। পা কেটে ফেলা না হলে ক্যান্সর সারাদেহে ছড়িয়ে যেতে পারে।
এর আগে ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
আকবর এক সময় রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর তিনি গায়ক খ্যাতি পান। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি সেসময় সুপারহিট হয়েছিল।
You must be logged in to post a comment.