শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

লাইফ সাপোর্টে অভিনেত্রী সীমানা

বিনোদন প্রতিবেদক / ৪০ জন দেখেছেন
আপডেট : মে ৩১, ২০২৪
স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি। এরপর টানা দশ দিন ধরে অচেতন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতির বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

গত ২০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শনিবার (২৫ মে) অস্ত্রোপচারের পর আইসিইউতে ছিলেন অভিনেত্রী। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সীমানার পরিবার অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করে। এ হাসপাতালেই লাইফ সাপোর্টে রয়েছেন সীমানা।

জানা গেছে, সীমানার মস্তিষ্কে রক্তক্ষরণের পাশাপাশি আগে থেকেই কিডনির সমস্যা ছিল। যা আরও জটিল করে তুলেছে অভিনেত্রীর সুস্থতার বিষয়টি। এদিকে কর্তব্যরত চিকিৎসক বলছেন, রোগীর অবস্থা ভালো নয়। নিশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।

উল্লেখ্য, শোবিজে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। দেখা গেছে সিনেমায়ও। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান