বেশ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অনন্যার ছবি লাইগার। সেই সময় ছবির প্রচারে প্রায় সারা ভারত ঘুরে ফিরেছিলেন অনন্যা ও বিজয়। তবে ছবি মুক্তির পর বেশ কটা দিন হাতে পেয়েছেন তাই এবার ছুটিতে পাড়ি দিলেন ইতালি।
সেখানে থেকে বিভিন্ন মুহূর্তে ছবি ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা। ফ্লোরাল প্রিন্টের সাদা বিকিনিতে নেটিজেনদের নডর কেড়েছেন অনন্যা। রী জগন্নাথ পরিচালিত এই ছবিটির জন্য ভীষণ পরিশ্রম করেছিলেন বিজয় দেবেরাকোন্ডা। ছবিটি নিয়ে আশাবাদীও ছিলেন।
বলিউডের ছবিকে বয়কট করার ট্রেন্ডের বিরোধিতাও করেছিলেন দক্ষিণী সুপারস্টার। তবে ২৫ অগাস্ট লাইগার মুক্তি পাওয়ার পরেই ছবিটির খারাপ রিভিউ দিতে শুরু করেন নেটিজেনদের একাংশ। প্রথম দিনে মোটামুটি ব্যবসা করলেও, দ্বিতীয় দিন থেকে ধস নামে ছবির বক্স অফিস কালেকশনে। লাইগার ছবির জন্য ফের সমলোচিত হন অনন্যা। তবে আফাত গানটি বেশ হিট করেছে।
ইতালিতে কখনও জলের তলায় কখনও আবার সান বাথ নিতে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকে।
You must be logged in to post a comment.