তারকাদের জীবনে উনিশ-বিশ হলেই হলো! নেটদুনিয়ায় ট্রোলের শিকার হতে হয়। সারা আলি খানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। একাধিকবার ট্রোলের শিকার হতে হয়েছে সইফ-কন্যাকে। কিন্তু তাই বলে বিমানবন্দরে হেনস্তা! সারাকে প্রকাশ্যেই কটাক্ষ করলেন এক ভারতীয় প্রৌঢ়। লজ্জায় পড়তে হলো সারাকে।
বিমানবন্দরে প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারকারা। বিশেষ করে বলিউডে একদল আলোকচিত্রী আছেন, যাঁদের পেশাই হলো তারকাদের অনুসরণ করা। কে, কোথায়, কার সঙ্গে যাচ্ছেন, এসব খবর পাপারাজ্জিদের কাছে থাকে।
গতকাল বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন সারা আলী খান। ভিডিওতে দেখা যায়, সারাকে বিমানবন্দরে দেখে কয়েকজন খুদে ভক্ত ছুটে আসেন ছবি তোলার জন্য। ছোটদের নিরাশ করেননি সারা। হাসিমুখে তাদের নিয়ে ছবি তোলেন। এরমধ্যেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই সময়ই সারার গা ঘেঁষে এক মধ্যবয়সী পুরুষ যাচ্ছিলেন।
পাশ কাটিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তির মন্তব্য, ‘কেন এদের পিছনে নিজেদের সময় নষ্ট করো?’
তবে প্রৌঢ়র কাছ থেকে এমন অপ্রীতিকর মন্তব্য শুনে থেমে যাননি সারা। কোনো প্রতিবাদও করেননি। বরং একেবারে অগ্রাহ্য করেই বাচ্চাদের সঙ্গে ছবি তোলেন। তবে মুম্বাইয়ের ফটোশিকারিদের দৌলতে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। যা দেখে খেপে উঠেছেন নায়িকার অনুরাগীরা।
কারও মন্তব্য, ‘ওই বুড়ো লোকটির ভিমরতি হয়েছে..। ‘ কেউ বা এমন আচরণের কড়া নিন্দা করে বলছেন, ‘এমন ব্যবহার মোটেই শোভনীয় নয়। ‘
নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘আসলে বয়স বাড়লেই যে সম্মান দিতে শেখেন কেউ এমনটা নয়। নিজের আচরণে সম্মান আদায় করে নিতে হয়। ‘
You must be logged in to post a comment.