শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

র‍্যাম্পে হাঁটার সময় প্রাণ গেল নারী মডেলের

ফোরাম প্রতিবেদক / ১৫১ জন দেখেছেন
আপডেট : জুন ১২, ২০২৩
র‍্যাম্পে হাঁটার সময় প্রাণ গেল নারী মডেলের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতের নদীয়ায় একটি ইভেন্টের র‍্যাম শোতে হাঁটার সময় আলোকসজ্জার কাজে ব্যবহৃত লোহার পিলার পড়ে এক নারী মডেল নিহত হয়েছেন। ওই নারী মডেলের নাম বংশিকা চোপড়া।

গতকাল রোববার রাত দেড়টার দিকে নদীয়ার ১৬ এ সেক্টরের ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডেওতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

পুলিশ জানায়, মঞ্চের আলোকসজ্জার জন্য লোহার পিলারটি বসানো হয়েছিল। র‍্যাম্প শোতে হাঁটার সময় ওই নারীর ওপর পিলারটি পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ববি রাজ নামে আরও একজন আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় র‍্যাম্প শো এর আয়োজক ও অন্যান্য চারজনকে আটক করেছে পুলিশ।

নদীয়ার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মোহন অবস্থি বলেন, বংশিকার নিহতের বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় র‍্যাম্প শো আয়োজক এবং আলোকসজ্জার কাছে সংযুক্ত চারজনকে আটক করা হয়েছে।

এই র‍্যাম্প শো’র জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান