ঢালিউডে অভিনয়ের পাশাপাশি কোনো কোনো তারকারা ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। অনেকে আবার এ অঙ্গনে বিরতি দিয়ে ব্যবসা খুলে বসেছেন। কেউ ইদানীং ইউটিউব চ্যানেল খুলছেন। কেউ আবার রেস্তোরাঁর ব্যবসায় মন দেন। আবার অনেকে নিজস্ব প্রযোজনা সংস্থার পরিকল্পনাও করে থাকেন। তবে এবার অভিনেত্রী অপু বিশ্বাসও মন দিয়েছেন নিজস্ব ব্যবসায়।
সম্প্রতি নায়িকা রেস্তোরাঁ এবং স্যালোঁর ব্যবসায় মন দিয়েছেন। গত ৮ জানুয়ারি থেকে ঢাকার আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ নামে একটি স্যালোঁ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তরাঁ খুলেছেন নায়িকা।
বছর দুয়েক আগে অপু বিশ্বাসও সিনেমা নিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে একটি ফিল্ম প্রোডাকশন হাউজের কার্যক্রম শুরু করেছিলেন। সেখান থেকে ‘লালশাড়ি’ নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন। যদিও এটির বেশিভাগ অর্থ সরবরাহ করেছে সরকার। অর্থাৎ সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি। এ প্রোডাকশন হাউজ থেকে পরবর্তী সিনেমা কবে নির্মাণ করা হবে এরকম কোনো তথ্য তিনি দেননি।
প্রসঙ্গত, এতদিন অপুর ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা হয়ে এসেছে বেশি। অভিনেতা শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে আলোচনা এখনও চলমান। তবে ব্যক্তিগত জীবনের জন্য নয়, নিজের কাজের জন্য আলোচনায় থাকতে চান অভিনেত্রী।
You must be logged in to post a comment.