রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে চান পর্ন তারকা

ফোরাম প্রতিবেদক / ২৯৬ জন দেখেছেন
আপডেট : মার্চ ১০, ২০২৩
রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে চান পর্ন তারকা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ছোট থেকে ফুটবলের ভক্ত ডেবোরা পিক্সোটো। ব্রাজিলের একটি ক্লাবের ভক্তও তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ। সমাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তার। তিনি আমেরিকার মডেল। একই সঙ্গে লন্ডনের একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটেও কাজ করেন। ভক্তদের জন্য নানা অনুপ্রেরণামূলক বক্তব্যও রাখেন তিনি। লাস্যময়ী এই মডেল এবার তার আরেক স্বপ্নের কথা জানিয়েছেন।

ফুটবল রেফারি হতে চান ডেবোরা। কানাডা এবং মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা। সেখানে সহকারী রেফারির ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেছেন ডেবোরা। ইতোমধ্যে তিনি রেফারি হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেয়ার কথা চিন্তা করেছেন। তবে নিজের দেশে নয়, রেফারির প্রশিক্ষণ দেয়ার জন্য তিনি বেছে নিয়েছেন ব্রাজিলকে। নেইমারের দেশের মিনাস গেরাইস প্রদেশে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করেছেন। রেফারির পোশাকে কয়েকটি ছবি দিয়েছেন সমাজমাধ্যমে।

সম্পূর্ণ অন্য জগতে বা অন্য পেশায় কি মানিয়ে নিতে পারবেন? ৩০ বছরের মডেল বলেছেন, প্রথমত আমি একজন মহিলা। ফুটবলে পুরুষদের আধিপত্যের কথা জানি। আমার মতো মহিলারা সেখানে আসতে চাইলে অবিশ্বাস্য মনে হতে পারে। দ্বিতীয়ত, আমি ‘ওনলিফ্যান্স’ নামে পর্নোগ্রাফিক একটি ওয়েবসাইটের জন্য কাজ করি। অনেকে মনে করতে পারেন, ওই ধরনের ওয়েবসাইটের হয়ে কাজ করি বলে মাথায় বুদ্ধি নেই। বেশি কিছু বুঝি না। মনে হতে পারে, অন্য কিছু উপভোগ করি না। কিন্তু বিষয়টা একদমই তেমন নয়।

 

রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে চান পর্ন তারকা

ছোট থেকেই ফুটবল প্রিয় খেলা ডেবোরার। ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গোর সমর্থক ডেবোরা। প্রিয় ক্লাবের সমর্থনেও সামাজিক মাধ্যমে নানা কিছু পোস্ট করেন তিনি। এবার প্রিয় ক্লাবের দেশকেই বেছে নিয়েছেন রেফারির প্রশিক্ষণের জন্য। কাতার বিশ্বকাপে প্রথম বার মহিলা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছিল ফিফা। তা দেখেই রেফারি হওয়ার ইচ্ছা জেগেছে ফুটবল ভক্ত আমেরিকার মডেলের। লাস্যময়ী মডেল বলেন, একদিন বাসে সফর করার সময় প্রথম ভাবনাটা আসে। আমার বাড়ির একটা ঘর শুধু ফুটবলের জন্যই সংরক্ষিত রেখেছি। আমি চাই সম্পূর্ণ নিরপেক্ষ এক জন রেফারি হতে।

সহকারী রেফারি হিসেবে কাজ শুরু করতে চান। স্বপ্ন আগামী বিশ্বকাপে নিজের দেশে আয়োজিত ফুটবল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া। খেলাতে চান দেশের বড় বড় ফুটবল ম্যাচ। ডেবোরা বলেন, আমার পরিবারের সদস্য এবং ভক্তদের পাশে পাচ্ছি। সকলে আমাকে উৎসাহ দিচ্ছেন নতুন এই কাজের জন্য। তাদের উৎসাহ ছাড়া জীবনের এই নতুন অধ্যায় শুরু করার কথা ভাবতে পারতাম না।

এতদিন খোলামেলা পোশাকে ডেবোরাকে দেখে এসেছেন ভক্তরা। রেফারির পোশাকে তাকে কি মেনে নিতে পারবেন? এটা কোনও সমস্যা বলে মানতে নারাজ ডেবোরা। তার চোখে এখন শুধুই বিশ্বকাপের ম্যাচ খেলানোর স্বপ্ন। সূত্র: আনন্দবাজার, ডেইলি স্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান