প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি ভারত থেকে পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরলে এই সংবর্ধনা দেয়া হয়। বন্যা সন্ধ্যা সোয়া ৬টায় বিমানের বিজি ৩৯৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, পদ্মশ্রী পদকজয়ী প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিমানবন্দরের নিচতলায় চামেলি লাউঞ্জে সংবর্ধনা দেয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটা হয়।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে একটি শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.