দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে ভালো গানে বেশ খড়া যাচ্ছে। ভিউয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভালোলাগা গানের সংখ্যা নেই বললেই চলে। তবে ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ আর ‘হাওয়া’র ‘সাদা সাদা কালা কালা’ গান দুটি যেন ভেঙে দিয়েছে ভিউয়ের রেকর্ড। গান দুটি জয় করে নিয়েছে সবার মন। আর এ নিয়ে টিকটক আর লাইকিতেও হয়েছে বেশ আলোচনা।
সম্প্রতি এই মাধ্যমগুলোতে শিল্পী রুবেল খন্দকারের ‘আদর দিয়ে পুষি’ আর ‘প্রেম হয়ে গেলো’ গান দুটিও বেশ আলোচনায় এসেছে। ভালো লাগার পাশাপাশি যা ইতিমধ্যেই পার করেছে কোটি ভিউয়ের ঘর। গানগুলোর মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন।
সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের একমাত্র ছেলে শিল্পী রুবেল খন্দকার। বাবার মতো অভিনয়ে দক্ষতা না থাকলেও গানে দেখিয়েছেন মুন্সিয়ানা। গান দুটিতে তার সঙ্গে মডেল হয়েছে অভিনেত্রী নয়ন মনি।
রুবেল খন্দকার বলেন, ‘গানগুলো নিয়ে চারদিকে থেকেই বেশ সাড়া পাচ্ছি। এর আগেও আমি বিশেষ কিছু গান তৈরির সুযোগ পেয়েছি। তবে এবারের গান দুটি অন্যরকম। টিকটক আর লাইকিতে আমাকে যেভাবে সাড়া পাচ্ছি তা অকল্পনীয়। এটা হয়তো বাবা-মা আর দেশের শ্রোতাদের ভালোবাসার জন্যই।’
তিনি আরও বলেন, ‘আমার কথা, সুরে ও সম্রাট সা’র কথায় ভিডিওগুলোর নির্দেশনা দিয়েছেন রাজু আহমেদ। তবে গানের কথা, সুর আর বর্তমান প্রেক্ষাপট তরুণ প্রজন্ম দারুণ ভাবে লুফে নিয়েছে। পরবর্তীতে তাদের টার্গেট করে আরও গান গাওয়ার চেষ্টা করব।’
‘আদর দিয়ে পুষি’ আর ‘প্রেম হয়ে গেলো’ গান দুটি প্রকাশ হয়েছে রুবেল খন্দকারের ইউটিউব চ্যানেলে।
You must be logged in to post a comment.