সিনেমা ও নাটক পাড়ায় যখন ‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে তুমুল তর্ক-বিতর্ক, ঠিক সেই সময়ে সবার জন্য একটি আনন্দ সংবাদ নিয়ে উপস্থিত দেশের মেধাবী অভিনেত্রী জয়া আহসান। কী সেই আনন্দ সংবাদ?
শুক্রবার দুপুরে জয়া তার ফেসবুকে সেই ‘আনন্দ সংবাদ’টি শুভাকাঙ্ক্ষিদের সাথে শেয়ার করে লিখলেন,‘চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও।’
জয়া জানান, “১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কমপিটিশনে বিখ্যাত সব সিনেমার সাথে প্রতিযোগীতায় ছিল জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’! ইন্টারন্যাশনাল এসব সিনেমার সাথে প্রতিযোগিতা করে ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি তৃতীয় স্থান অধিকার করেছে।”
মূলত আকরাম খানের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া নিজে। হাসান আজিজুল হক এর ‘বিধবাদের কথা’ অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমা। জয়া ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সেঁওতি, ইরেশ যাকের, সৌম্য জ্যোতি, দিব্য জ্যোতি প্রমুখ।
You must be logged in to post a comment.