মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

রিপাবলিক টিভির অপপ্রচারে নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি

অনলাইন ডেস্ক / ৫৭ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৪, ২০২৪
রিপাবলিক টিভির অপপ্রচারে নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারত থেকে পরিচালিত টেলিভিশন চ্যানেল রিপাবলিকে ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানী দিয়ে’ ভারতীয় উপস্থাপকের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ বিষয় নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) এক বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানী দিয়ে বলেছেন যে, চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাত ছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয় বলে উপস্থাপক বলেছেন। আমি ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ভারতীয়দের ওই ধরনের উস্কানীমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ওই উপস্থাপক আরও মন্তব্য করে বলেছেন ‘বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে।’ উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’—সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান