বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

রাস্তায় রোমাঞ্চে মাতলেন নিক-প্রিয়াঙ্কা

ফোরাম প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৩, ২০২৩
রাস্তায় রোমাঞ্চে মাতলেন নিক-প্রিয়াঙ্কা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় ধনকুবের নীতা ও মুকেশ আম্বানীর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। দুই দিনের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হলিউড-বলিউডের জনপ্রিয় সব তারকারা। এ অনুষ্ঠানকে কেন্দ্র করেই দীর্ঘ ৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে অভিনেত্রী ও স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ভারতে আসেন পপ তারকা নিক জোনাস।

মার্কিন এ পপ তারকা ভারতে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। সেসব মুহূর্তের কিছু দৃশ্য ফ্রেমবন্দি হয়েছে। এরই মাঝে মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশা থামিয়ে রোমাঞ্চ করতে দেখা গেছে এ তারকা জুটিকে।

আনন্দবাজার পত্রিকার খবর বলছে, আম্বানীদের পার্টি শেষ করে স্বামী নিককে নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন বলি নায়িকা। এরপর সরাসরি অটোরিকশায় উঠেন। এ সময় রাতের মুম্বাইয়ে ঝলমল করে উঠে তার রঙিন পোশাক।

এ নায়িকা অটোরিকশাকে ফ্রেমে রেখে স্বামীর সঙ্গে একের পর এক লেন্সবন্দি হতে থাকেন। এ সময় নিকের পরনে গাঢ় নীল স্যুট-প্যান্ট দেখা যায়। আর অভিনেত্রীর টু-পিস গাউন বেয়ে নেমে আছে রাস্তায়। তিনি বরং পোশাক সামলে নিকের গায়ে ভর করেন। আর নিক হাত রেখেছেন হলদে-কালো অটোর ছাদে।

নিক-প্রিয়াঙ্কার এসব ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। কেউ বলছেন, ‘নিক ঘরজামাই থেকে যাক। তাকে আর ফিরতে হবে না।’ আবার কেউ অভিনেত্রীকে স্বতঃস্ফূর্তভাবে দেখে বলছেন, ‘বলিউডের রানি ফিরে এসেছে এবার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান