বলিউড থেকে দক্ষিণ ভারত সিনেমা কাঁপিয়ে দিচ্ছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। মাঝে গুঞ্জন উঠেছিল অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই তেলুগু অভিনেতা। কিন্তু না তেমন কোনো সম্পর্ক নেই। বরং তিনি সামান্থার সাথে কাজ করেই বেশি সন্তুষ্ট। এবং শিখতে পারছেন বেশি।
ডিয়ার কমরেড ও গীতা গোভিন্দাম সিনেমা দিয়ে আলোচনায় এসেছিলেন বিজয় ও রাশ্মিকা। এরপর থেকে আর থেমে থাকেনি বিজয়ের পথযাত্রা। সিনিয়র অভিনেদ্রী সামান্থার সঙ্গে করছেন কাজ।
সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিপরীতে দেখা গিয়েছে বিজয়কে। ‘কুশি’ ছবির ‘আরাধ্যা’ গানে ফুটে উঠেছে এক তরুণ দম্পতির বিবাহিত জীবনের কিছু মিষ্টি মুহূর্ত। বিজয় নিজে অবিবাহিত হলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে, তার নিজের বিবাহিত জীবনটাও যেন এই মিউজিক ভিডিওর মতোই হয়।
সামান্থার সঙ্গে ওই গানের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন, আরাধ্যা হল এমন একটি গান, যেখানে দেখা যাচ্ছে এক তরুণ দম্পতির প্রেম। এটা মূলত বিয়ের এক বছর পরের ঘটনা। ওই দম্পতি নিজেদের মতো করে সময় কাটায়। তাদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠতাও। দু’জন দু’জনের পাশে সব সময় রয়েছেন। ফলে এটা হল বিবাহ পরবর্তী সুন্দর জীবনের কিছু মুহূর্ত।
এখানেই শেষ নয়, বিজয় আরও বলেন, ‘কোনও না কোনও ভাবে গানের এই সুন্দর মুহূর্তগুলির সঙ্গে মিল রয়েছে আমার জীবনের। এটুকু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। যদিও আমি বিবাহিত নই, কিন্তু যখন বিয়ে করব, আমি চাইব আমার বিবাহিত জীবনটা ঠিক এমনই হোক।’
ইতিমধ্যেই ‘কুশি’ ছবির শ্যুটিং শেষ করেছেন সামান্থা এবং বিজয়। কাশ্মীর এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে ছবিটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এটা মূলত একটা প্রেমের কাহিনী।
‘আরাধ্যা’ গানটি ছাড়াও এই ছবির আরও একটি প্রেমের গান মুক্তি পেয়েছে। শিবা নির্বাণা পরিচালিত ‘কুশি’ বিজয়-সামান্থার দ্বিতীয় ছবি। এর আগে ২০১৮ সালের ‘মহান্তি’ ছবিতে তাদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। শুধু ‘কুশি’-ই নয়, বিজয় দেবেরাকোন্ডার হাতে এখন রয়েছে প্রচুর ছবির কাজ। সূত্র: নিউজ এইটিন
You must be logged in to post a comment.