সুহানা খান! জন্ম থেকেই সেলেব। কারণ তিনি বলিউডের বাদশা শাহরুখ খানের কন্যা! বলিউডে ডেবিউ কাজ করে ফেলেছেন তিনি। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ দেখা যাবে তাঁকে। কিন্তু তাঁর আগেই বিরাট সমালোচনা শুরু সুহানাকে নিয়ে।
সুহানা মডেলিং করে বেশ নাম করেছেন। সম্প্রতি একটি আর্ন্তজাতিক মেক-আপ ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন শ্যুট করেছেন তিনি। আর এই বিজ্ঞাপন শ্যুট নিয়েই শুরু হয়েছে সমালোচনা! কী করেছেন তিনি? কেন মেনে নিচ্ছেন না তাঁর ভক্তরা!
সুহানার গায়ের রং বেশ চাপা। তবে তাঁর এই ডাস্কি গায়ের রং নিয়ে যেমন হয় সমালোচনা তেমন মানুষ পছন্দও করেন ডাস্কি সুহানাকে। কিন্তু এই মেক-আপ ব্র্যান্ডের বিজ্ঞাপনে বদলে দেওয়া হয়েছে তাঁর গায়ের রং! ফর্সা করে দেখানো হয়েছে তাঁকে। আর এতেই চটেছেন নেটিজেনরা!
এক ব্যক্তি এই বিজ্ঞাপন দেখে লেখেন, ” কেন বদলে দেওয়া হল সুহানার গায়ের রং? তাও লিপস্টিকের বিজ্ঞাপনের জন্য! সুহানার রঙের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক কী পরানো যেত না তাঁকে?”
আবার একজন লিখেছেন, ‘ফর্সা হতেই হবে বিজ্ঞাপনের জন্য? সুহানার ডাস্কি গায়ের রঙটাই তো বেশি ভাল! কবে বদলাবে এই ধারণা!”
আর একজন লেখেন, “অঙ্কিতা লোখান্ডের মতো ফ্যাকাসে লাগছে সুহানাকে! কেন তাঁর স্কিন টোন ফর্সা করে দেওয়া হল?” সোশ্যাল মাধ্যম জুড়ে এখন তোলপাড় চলছে এই বিজ্ঞাপন এবং সুহানাকে নিয়ে। শাহরুখ খান কেন এটা করতে দিলেন? তা নিয়েও হচ্ছে সমালোচনা!
You must be logged in to post a comment.