শতাধিক নাটক ও পরিচালকের নির্দেশনায় কাজ করলেও রিমু রোজা খন্দকারের ইচ্ছে ছিল নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করা। আগে দু-একবার সুযোগ এলেও শিডিউল জটিলতায় সম্ভব হয়নি। অবশেষে ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নাটকে সেই সুযোগ মিললো।
রাজের নাটকে অভিনয় করতে পারায় ‘স্বপ্ন পূরণ’ হয়েছে বলে নিজের ফেসবুকে দুটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন রিমু রোজা খনন্দকার।
লিখেছেন, কখনও না হওয়ার চেয়ে দেরি হওয়া ভালো। আরও লিখেছেন, এতদিন ব্যাটেবলে মিলছিল না। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। এতোবছর পর কাজ করতে পেরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইকে ধন্যবাদ। তার সিনেমাওয়ালা পুরো টিমকে জানাই ধন্যবাদ।
গেল বছরে অন্যতম দর্শক নন্দিত কাজ ছিল ‘অনন্যা’। শিডিউল না মেলায় সেখানে কাজ করতে পারেননি রিমু রোজা। তিনি বলেন, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে আমাকে দিয়েছেন। আমাকে বিশ্বাস করেছেন বলে এতো ভাইটাল চরিত্র দিয়েছেন। নাটকটি রিলিজ হলে দর্শকরা যখন দেখবেন, বুঝবেন কেমন। রুনা খান আপুরা যে টাইপের গুরুত্বপূর্ণ চরিত্র করে রাজ ভাই আমাকে তেমন চরিত্র দিয়েছেন।
অনেক স্টার কাস্ট নিয়ে নির্মিত হয়েছে ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ উল্লেখ করে রিমু রোজা বলেন, আগামীতে বিশেষদিনে হয়তো নাটকটি রিলিজ হবে। রাজ ভাই যেভাবে অভিনয় করতে বলেছেন, আমি সেভাবে করার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে, কাজটি দর্শক পছন্দ করবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শিল্পী সরকার অপু, শহিদুজ্জামান সেলিম, ইয়াশ রোহান, তটিনী। এই নাটকটি সিনেমাওয়ালার ইউটিউবে মুক্তি পাবে।
You must be logged in to post a comment.