ঈদে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জেতে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত অভিনেতা শরীফুল রাজের সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। এতে এজেন্ট মুরাদের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এ তারকাকে।
গতকাল বুধবার (১৪ জুন) রাতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘ইনফিনিটি-২’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে শরীফুল রাজ গণমাধ্যমকে বলেন, ‘এটি খুব অল্প বাজেটে তৈরি হয়েছে। এজন্য যেকোনো সিনেমাতে আমাদের মিনিমাম লিমিটেশনের মধ্য দিয়ে যেতে হয়। তবে অ্যাকশন সিনেমাতে ফাইনান্সিয়াল রিসোর্স ও টেকনিক্যাল রিসোর্স প্রয়োজন।’
২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজের প্রথম পার্ট মুক্তি পেয়েছিল। সেই গল্পের শেষ থেকেই এবার শুরু হবে ‘ইনফিনিটি সিজন টু’র গল্প।
ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। এতে শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজ, শিশুশিল্পী লুবাবাসহ অনেকেই। এ ছাড়া বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।
You must be logged in to post a comment.