শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন

রাজু শ্রীবাস্তবকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ

ফোরাম প্রতিবেদক / ২৮১ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৪, ২০২২
রাজু শ্রীবাস্তবকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বুধবার (১০ আগস্ট) জিমে শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। এসময় তড়িঘড়ি করে তাকে ভর্তি করানো হয় দিল্লির এইমস হাসপাতালে। তবে এখনো তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

জানা গেছে, রাজুর মস্তিষ্কের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও এখনো জ্ঞান ফেরেনি তার। ফলে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে রাজুকে।

এদিকে জনপ্রিয় এই কৌতুক অভিনেতার শারীরিক অসুস্থতার খবরে রীতিমতো উদ্বিগ্ন তাঁর বিনোদন অঙ্গনের তারকাদের পাশাপাশি তাঁর ভক্তরাও। এবার রাজুর দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ভয়েস মেসেজ পাঠালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

রাজুকে পাঠানো ভয়েজ মেসেজে অমিতাভ বচ্চন বলেছেন, “রাজু অনেক হয়েছে। এবার তো জাগো। আর আমাদের সকলকে আবার আগের মতো করে হাসতে শেখাও।” এছাড়াও রাজুর স্ত্রী শিখার কাছে ফোন করে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবরও নিয়েছেন বিগ বি। ঈশ্বর রাজুকে দ্রুত সুস্থ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন অমিতাভ।

রাজুর ঘনিষ্ঠ একজন জানান, মোবাইলের মাধ্যমে ভয়েস মেসেজ চালানো হয়েছে। সাড়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজু তাঁর কমেডি কেরিয়ার শুরু করেছিলেন অমিতাভের মিমিক্রি দিয়ে।

আশির দশক থেকে মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছেন রাজু শ্রীবাস্তব। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে সবার নজরে আসেন তিনি। এরপর কপিল শর্মার সঙ্গে ‘কমেডি নাইটস’-এ কাজ করেছেন। ‘বিগ বস, ‘নাচ বালিয়ে’-তেও দেখা গেছে তাকে। পাশাপাশি বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান