ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষ্যে উইন্ডসর ক্যাসেলে হয়ে গেলো জমকালো কনসার্ট। অনুষ্ঠানে রাজা ও রানীসহ রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ২০ হাজরের বেশি মানুষ কনসার্টটি উপভোগ করেন। খ্যাতনামা ক্লাসিক্যাল এবং পপ সঙ্গীত শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সকলকে। এছাড়া কোটি কোটি দর্শক টেলিভিশনে কনসার্টটি উপভোগ করেন।
গত ৬ই মে সাড়ম্বর আয়োজনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক হয়। এখনো উৎসবের আমেজে আছে ব্রিটেনবাসী। স্থানীয় সময় রোববার রাতে উইন্ডসর ক্যাসেলে হয়ে গেলো জমকালো কনসার্ট। নতুন রাজা ও রানীকে শ্রদ্ধা জানাতে বিশেষ এই গানের আয়োজন।
রাজপরিবারের সদস্যসহ ২০ হাজরের বেশি মানুষ কনসার্টটি উপভোগ করেন। তখন সবার হাতেই ছিলো দেশের পতাকা। নীল পোশাকে দেখা যায় রাজা তৃতীয় চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলাকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রিটিশ অভিনেতা হিউ বনেভিল।
জনপ্রিয় সঙ্গীত পরিচালক গ্যারেথ ম্যালোন ও তার দল গান পরিবেশন করেন। এটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে।
কেটি পেরি, পালোমা ফেইথ, পপ গ্রুপ- টেক দ্যাটসহ বিভিন্ন দেশের জনপ্রিয় সব শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। লিওনেল রিচির ‘অল নাইট লং’-গানের তালে তালে নাচতে দেখা যায় রাজা-রানীসহ রাজপরিবারের সদস্যদের।
কনসার্টের মাঝামাঝি সময়ে রাজা তৃতীয় চালর্সের বড় ছেলে উইলিয়াম মঞ্চে উঠে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন, প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ একজন গর্বিত মা হবেন। তিনি যেখানেই আছেন, ভালোবেসে আমাদের ওপর নজর রাখছেন। বাবা, আমরা সবাই আপনার জন্য গর্বিত।
অনুষ্ঠানে গানের পাশাপাশি লেজার শো সবাইকে মুগ্ধ করে।
কনসার্টের আগে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রিট পার্টি ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার পরিবারের সাথে লন্ডনের ডাইনিং স্ট্রিটে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন মার্কিন ফাস্ট লেডি জিল বাইডেন। রাজ পরিবারের সদস্যরাও বিভিন্ন স্ট্রিট পার্টিতে অংশ নিয়ে জনগণ ও শুভাকাক্সক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
You must be logged in to post a comment.