মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন

রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিষেক বচ্চন?

ফোরাম প্রতিবেদক / ৮৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ২০, ২০২৩
রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিষেক বচ্চন?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অনেকদিন ধরেই একই জল্পনা চলছে, রাজনীতিতে যোগ দিচ্ছেন বলিউড তারকা অভিষেক বচ্চন৷ কিন্তু আদৌ কি সেই ঘটনা সত্যি? সম্প্রতি তাই নিয়ে বিস্তারিত খবর পাওয়া গিয়েছে অভিষেক বচ্চনের সূত্রে৷ কেন এই নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ? কারণ সম্প্রতি প্রয়াগরাজে সমীক্ষা চালিয়েছে সমাজবাদী পার্টির দলের সদস্যরা৷

কী সমীক্ষা, সেখানে দেখা হয়েছে, প্রয়াগরাজের রাজনৈতিক পরিস্থিতি বিচার করা হয়েছে৷ দেখা হয়েছে সেখানে কতটা জনপ্রিযতা রয়েছে অভিষেক বচ্চনের৷ আগামী লোকসভা নির্বাচনে কী প্রয়াগরাজ থেকে লড়াই করতে চলেছে অভিষেক বচ্চন? তবে অভিষেকের সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে, তাতে নির্বাচনে লড়াই করা বা রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই অভিষেকের৷ তিনি তাঁর ভালবাসার জায়গাটিতেই থাকতে চান৷

কী বলা হয়েছে অভিষেকের তরফ থেকে সূত্র মারফত? বলা হয়েছে, ‘অভিষেক বচ্চন অভিনয় ভালবাসেন৷ তিনি হৃদয় দিয়ে তিনি তাঁর পেশার প্রতি একাগ্র৷ তিনি নিজেই এই রাজনীতিতে যোগ দেওয়ার কথা শুনে অবাক হয়ে গিয়েছেন৷

তিনি কখনই এর আগে রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনও ভাবেননি৷ অভিনয় তাঁর প্যাশনের জায়গা৷ তিনি রাজনীতিতে কোনওরকম ভাবে যুক্ত হতে চান না৷’

তবে, অভিষেকের মা দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যুক্ত৷ তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য৷ ২০০০ সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন অভিষেক বচ্চন৷ তার পরে গুরু, বব বিশ্বাস, হ্যাপি নিউ ইয়ার, কভি আলবিদা না ক্যাহেনার মতো ছবিতেও তিনি অভিনয় করেছেন৷’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান