বিচ্ছেদের পথে হাঁটলেন ঢাকাই চিত্রনায়িকা পরী মণি। এবার অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। সেই তালাকের একটি কপি গণামাধ্যমের হাতে এসেছে। জানা যায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী মণি।
স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান।
পরীমণির আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি।
মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর কর হয়ে যাবে ডিভোর্স বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়।
You must be logged in to post a comment.