সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

রাজকে জড়িয়ে ধরে কান্না করলেন পরীমণি

ফোরাম প্রতিবেদক / ৩৭১ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৪, ২০২২
রাজকে জড়িয়ে ধরে কান্না করলেন পরীমণি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা মুক্তি পেয়েছে। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি গত ১০ জুলাই মুক্তি পেলেও দেখার সুযোগ পাননি শরিফুল রাজের স্ত্রী ও আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি।

তবে শনিবার (২৩ জুলাই) রাজধানী ঢাকার মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ সিনেমা দেখেছেন পরীমণি। সিনেমাটির বিশেষ একটি প্রদর্শনীতে স্বামী শরিফুল রাজের সঙ্গে হাজির হন অভিনেত্রী।

এদিন অভিনেত্রী প্রেক্ষাগৃহে সিনেমা দেখা শেষে আবেগপ্রবণ হন। এ সময় স্বামীকে জড়িয়ে ধরে কান্না করেন। আর কান্না থামানোর পরে বলেন, সবাই রাজের কথা বলছে। চারদিকে আলোচনা। এ কারণে সেই খুশিতে কান্না এসেছে আমার।

এদিন সিনেমার বিশেষ প্রদর্শনীতে শরিফুল রাজ-পরীমণি ছাড়াও তারকাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নায়িকা শাবনাজ, চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেতা মিশা সওদাগর, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, বিদ্যা সিনহা মিম, পূজা চের, মাহিয়া মাহি, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ।

রাজ-মিম-ইয়াশ ‘পরাণ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার অপু, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান