শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

রাগের কারণে নিশো-সাফার বিচ্ছেদ!

ফোরাম প্রতিবেদক / ২৯৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ১, ২০২২
রাগের কারণে নিশো-সাফার বিচ্ছেদ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কথায় কথায় রেগে যান আফরান নিশো। এমনকি এই বদরাগের জন্য ভেস্তে যায় তার সাজানো সংসারটাও। নিয়মিত ঝগড়া করেন অফিস সহকর্মীদের সঙ্গেও।

এমনই এক আজব চরিত্রে আসছে ঈদে দেখা যাবে ভার্সেটাইল অভিনেতা আফরান নিশোকে। যাতে নিশোর প্রেমিকা, বস ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সাফা কবিরকে।

দু’জনকে নিয়ে ‘হট টেম্পার’ নামের এই ঈদ নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ।

নাটকটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘কম বেশি সবারই মাথা একটু গরম থাকে। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের মন-মেজাজ বিনা কারণেও খিটখিটে হয়ে থাকে। আমাদের গল্পে যায়েদ তথা নিশো তেমনই একজন। অন্যদিকে তার প্রেমিক বা স্ত্রী নীতু মানে সাফা কবির ঠিক তার উল্টো। সবসময় মাথা ঠাণ্ডা রেখে সবকিছু সামলে চলেন। এই দুটো চরিত্রকে আমি সংসার ও অফিসের মধ্যে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছি। সেই চেষ্টার ফল দেখতে পারবেন দর্শকরা।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘হট টেম্পার’ মুক্তি পাচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান