জঙ্গিবাদের থাবায় তরুণদের মগজ ধোলাই হওয়াকে কেন্দ্র করে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন রায়হান রাফি। নাম ‘নিঃশ্বাস’; যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও ইমতিয়াজ বর্ষণ।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি শনিবার (২০ আগস্ট) টিজার প্রকাশ করেছে এই ফিল্মের, যেখানে অস্ত্র হাতে গ্যাংস্টারের আদলে পাওয়া গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। এক মিনিটের এই টিজার সম্পন্ন করা হয়েছে একটি মাত্র শটে।
টিজারে দেখা যায়, বিধ্বস্ত লম্বা একটি কক্ষের আশপাশ থেকে আসছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের শব্দ। সঙ্গে আলোর ঝলকানি। এর মধ্যেই ফ্রেমে ঢোকে অটোমেটিক রাইফেলের নল, যা হাতে নিয়ে এগিয়ে যান ফারিণ।
এই কাজ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফির ভাষ্য, কেন্দ্রীয় চরিত্র ছাড়াও এতে পঞ্চাশ জনের ওপরে শিল্পী কাজ করেছেন। শিগগিরই ওয়েব ফিল্মটি দেখা যাবে চরকিতে।
You must be logged in to post a comment.