বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

রমজানে যে বার্তা দিলেন প্রভা

ফোরাম প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৬, ২০২৩
রমজানে যে বার্তা দিলেন প্রভা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ মাস ধৈর্যের শিক্ষা দেয়। রমজানের শুরুতে সে কথাই জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে এ কথা জানান তিনি।

প্রভা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এ কারণে সেখানে প্রায়ই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় রমজান নিয়ে এবার কথা বললেন অভিনেত্রী।

গত ২৩ মার্চ ইনস্টাগ্রামে সাদা সালোয়ার-কামিজ পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তাকে হাসি মুখে দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘রমজান আমাদের ধৈর্য,​ অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়।’

তিনি আরও লেখেন, ‘আসুন আমরা এই মাসজুড়ে এই ফজিলতগুলি বহন করি। এই রমজান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসুক এবং আপনার ঈমান বৃদ্ধি করুক। রমজান মোবারক।’

সম্প্রতি এ তারকাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী। নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতা আপনার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণউৎপাত হেতুতে বিপদগামী করবে বলে আমার বিশ্বাস জন্মানোর কারণে জনস্বার্থে এবং নিজে সংক্ষুব্ধ হয়ে আপনাকে লিগ্যাল নোটিশ প্রদান করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান