রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মিতব্য এই কালজয়ী গল্পের ‘নিরুপমা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রার্থনা ফারদিন দীঘি।
নির্মাতা জানান, ইতিমধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমায় সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, ‘নির্মাতার কাছে গল্পটা শোনার সময় মনে হয়েছে, নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালোলাগা কাজ করছে। আশা করছি, দেনা-পাওনার পুরো টিম আন্তরিকতা নিয়ে গুছিয়ে কাজটি করবেন, যাতে কোনো ভুলত্রুটি না থাকে এবং দর্শক যেন আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তির পর হলে গিয়ে উপভোগ করতে পারেন।’
নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান পাওয়ার পর থেকে নিরুপমা চরিত্রটি নিয়ে দীঘির সঙ্গে কথা হচ্ছিল। চরিত্রটির জন্য দীঘিকে পারফেক্ট মনে হয়েছে বলেই তাঁকে নিয়ে কাজটি করতে যাচ্ছি। আমার মনে হয় দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায়।’
প্রসঙ্গত, দেনা-পাওনা গল্পটির চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
দীঘিকে সর্বশেষ দেখা গেছে রেজাউর রহমানের ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ চলচ্চিত্রে। রোমান্টিক ঘরানার গল্পে এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ জামান শাওন। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জংলী’ নামের দুটি সিনেমা।
You must be logged in to post a comment.