রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত ‘কাবুলিওয়ালা’

ফোরাম প্রতিবেদক / ৩৬১ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৪, ২০২২
রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত ‘কাবুলিওয়ালা’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কাজী হায়াৎ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কাবুলিওয়ালা’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে পূর্ণদৈৗর্ঘ্য চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন দিঘি ও মান্না। আরো অভিনয় করেছেন সুব্রত, দোয়েল, জ্যোকি আলমগীর, মোমেনা, দুলারী, হাসান, ব্ল্যাক আনোয়ার প্রমুখ।

গল্প সংক্ষেপ: কাবুলিওয়ালা সহজ-সরল একজন আফগান যুবক। জীবিকার সন্ধানে তিনি আসেন তৎকালীন হিন্দুস্তানের বঙ্গদেশে। আঙুর, নাশপাতি, আনার, আখরোটসহ আফগানি মেওয়া বা ফল ফেরি করে বিক্রি করা ছিল তার পেশা। এই পেশার সুবাদেই একটি বাঙালী পরিবারের ছোট বালিকা মিনির মায়ার বাঁধনে কাবুলিওযালা জড়িয়ে পড়ে। মিনির মাঝে কাবুলিওয়ালা তার গাঁয়ে রেখে আসা কন্যা রাবিয়াকে খুঁজে পায়। মিনির সঙ্গে অপূর্ব পিতৃত্বের বন্ধনে জেিড়য় পড়ে সে যা একান্তভাবে চিরকালীন মানুষের জয়গান করে। পরদেশে পরদেশী দু’জন পিতা ও কন্যার সর্বজনীন ভাব বিনিময়ে কোন ভাষা ও বূগোল বা দেশগত পার্থক্য বাঁধা হয়ে দাঁড়ায় না। মিনিকে কাবুলিওয়ালা ফল দিয়ে যায়। মিনিও সব সময় অপেক্ষা করে কাবুলিওয়ালার ফলের জন্য। বিষয়টি মিনির বাবা সহজে মেনে নিতে পারলেও প্রতিবেশীরা মেনে নিয়ে পারে না। এ নিয়ে দেখা যায় অকেন জটিলতা। এক সময় পাওনাদার হত্যার দায়ে কাবুলিওয়ালার দীর্ঘ কারাদন্ড হয়। কারাভোগের পর সে যখন জেল থেকে বের হয় তখন তার দেশে ফিরে যাবার সময়। কিন্তু মিনিকে না দেখে কাবুলিওয়ালা কিভাবে দেশে ফিরবে। তার বিশ্বাস মিনি এখনও তার ফলের অপেক্ষায় থাকে। কিন্তু সময়ের পরিবর্তনে কাবুলিওয়ালা মিনির অচেনা। রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছবিটি চ্যানেল আই প্রচার করবে ৭ আগস্ট বিকেল ৩.০৫ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান