শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

রণবীর-শ্রদ্ধার ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু

ফোরাম প্রতিবেদক / ২৭২ জন দেখেছেন
আপডেট : জুলাই ৩০, ২০২২
রণবীর-শ্রদ্ধার ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একজনের মৃত্যু
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শুক্রবার বিকেলে মুম্বাইয়ে রণবীর কাপুরের ছবির শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সী এক যুবকের।

লাভ রঞ্জন পরিচালিত এই ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি। ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। শুক্রবার বিকাল সাড়ে চারটা নাগাদ ছবির শুটিং সেটে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ছুটে গিয়েছিল ঘটনাস্থলে। দমকলের চেষ্টায় রাত সাড়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

কুপার হাসপাতালের তরফ থেকে জানানো হয় মৃত অবস্থাতেই ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গিয়েছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

প্রথমে ভাবা হয়েছিল, শুটিং সেটের পাশের কোনও দোকান থেকে এই আগুনের সূত্রপাত। পরে দমকল নিশ্চিত করে, আগুন লেগেছে ছবির সেটেই। একটি প্যান্ডেলের সেট তৈরি হচ্ছিল, বাঁশ-সহ অপর সামগ্রী মজুত ছিল সেটে। সেখান থেকে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে ছবির শুটিং।

রণবীর-শ্রদ্ধা ছাড়াও লাভ রঞ্জনের এই ছবিতে থাকবেন ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুর। ২০২৩ সালের ৮ মার্চ মুক্তি পাবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান