শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

রণবীর-রাশমিকার রোম্যান্স ভাইরাল!

বিনোদন ডেস্ক / ৯৮ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১২, ২০২৩
রণবীর-রাশমিকার রোম্যান্স ভাইরাল!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘অ্যানিমাল’ সিনেমার অন্যতম আকর্ষণ বলিউড অভিনেতা রণরীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার রসালো প্রেম। তারই ভরপুর ঝলক উঠে এল সিনেমাটির প্রথম গান ‘হুয়া ম্যায়’-তে। গানটিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রাশমিকা-রণরীর। ‘হুয়া ম্যায়’ গানে একের পর এক চুমুর দৃশ্যে দেখা যাবে রণবীর ও রাশমিকাকে। টিজার মুক্তির পরই ভাইরাল হওয়া দৃশ্য ও গান থেকে এমনটাই ধারণা করা হচ্ছে।

রণবীরের সঙ্গে রাশমিকার প্রেমের সম্পর্ক মানতে নারাজ পরিবার। রণবীরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় নির্লজ্জ, বেহায়া, কটাক্ষ তকমার তোয়াক্কা না করেই চুমুর সাগরে ডুব দিলেন রাশমিকা। সেই দৃশ্যটি পরিবার ও পরিবারের খুদে সদস্যরা হাঁ করে দেখল।

গানের দৃশ্যে দেখা গেছে, তোয়ালে পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর রাশমিকাকে। এরপর প্রাইভেট জেটে প্রেমিকাকে নিয়ে রূপকথার রাজ্যে পাড়ি দিলেন রণবীর। সবার নজর এড়িয়ে বরফ ঢাকা পাহাড়ে জমবে এই জুটির প্রেম, তারপর সেখানে লুকিয়ে বিয়ে। লাল-সাদা শাড়িতে সুন্দরী কনে রাশমিকা আর সাদা কুর্তা-পাজামাতে রণবীর। মন্দিরে মালাবদল, সাত পাক ঘুরে সাত জন্মের বাঁধনে বাঁধা পড়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এর টিজার। খুনোখুনি, রক্তারক্তি ভরা টিজারের পর ‘অ্যানিম্যাল’-এর প্রথম গান জুড়ে শুধুই প্রেম। বিধ্বংসী, ভয়ানক চেহারার রণবীর গানটিতে আদ্যোপান্ত প্রেমিক।

টিজারে রণবীরকে পর্দায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে। ভয়ংকর, উত্তেজনাপূর্ণ, রক্তাক্ত অ্যাকশন চলচ্চিত্রের পূর্বাভাস পাওয়া যাচ্ছে টিজারে। ‘অ্যানিমাল’ সিনেমায় রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। ভিলেন হিসেবে হঠাৎ দেখা যায় ববি দেওলকেও।

চলতি বছরের ১১ আগস্ট সিনেমা মুক্তির দিন ঠিক করা হলেও সিনেমা মুক্তি দেওয়া হয়নি। তবে এবার সামনে এসেছে সিনেমা মুক্তির নতুন তারিখ। পরিচালক সন্দীপ ভাঙ্গা জানিয়ে দিলেন চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান