বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

রণবীরের সিনেমা থেকে সরে গেলেন আলিয়া

ফোরাম প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২৪, ২০২৩
রণবীরের সিনেমা থেকে সরে গেলেন আলিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা থেকে সরে গেলেন আলিয়া ভাট। এই বছরের ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ের দিনক্ষণও প্রায় ঠিক করে ফেলেছিলে পরিচালক। তবে নীতিশের রামায়ণের কাহিনীতে এলো নতুন টুইস্ট। বৃহস্পতিবার ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, শিডিউল সমস্যার কারণে আলিয়া ভাট এই প্রকল্পে সীতার চরিত্রে অভিনয় করবেন না।

এর আগে, জানানো হয়েছিল ‘রামায়ণ’ সিনেমাটিতে রণবীর কাপুর রামের ভূমিকাতে অভিনয় করবেন। অন্যদিকে আলিয়া ভাটকে দেখা যাবে সীতার ভূমিকায়। আর রাবণ হচ্ছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশ। তবে প্রজেক্ট থেকে আলিয়া ভাটের প্রস্থানের ফলে ডিসেম্বরে রামায়ণের শুটিং শুরু হওয়ার সম্ভাবনা কম।

পিঙ্কভিলা একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, আলিয়া ভাট নাকি এই সিনেমার জন্য সময় দিতে পারছেন না। তারিখ নিয়ে সমস্যা দেখা দিচ্ছে বলেই খবর। সিনেমাটি যাতে আদিপুরুষ-এর পরিণতি না পায়, সেই দিকে নজর রেখেই বেশি সময় নিচ্ছিলেন পরিচালক। কিন্তু তাতেই বেধেছে বিপত্তি। কারণ অন্যান্য ছবির কমিটমেন্টে রয়েছেন আলিয়া ভাট। সেই জন্যই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে, বাস্তব জীবনের দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্রহ্মাস্ত্র সিনেমাতে। ব্রহ্মাস্ত্র ছবির পর কয়েকদিন আগেই মিলেছিল সুখবর। দক্ষিণ দুনিয়ার পর এবার বলিউডের রামায়ণে দেখা যাবে এই দুই স্টারকে।

অপ্রতিরোধ্য ‘গাদার ২’: ‘বাহুবলি’র পর এবার ‘পাঠান’র রেকর্ড ভাঙার পালা অপ্রতিরোধ্য ‘গাদার ২’: ‘বাহুবলি’র পর এবার ‘পাঠান’র রেকর্ড ভাঙার পালা
ধারণা করা হচ্ছে, চলতি বছর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ওম রাউত এবং মনোজ মুনতাশি পরিচালিত ‘আদিপুরুষ’। দুর্বল গ্রাফিক্স, দুর্বল সংলাপে ভরা নতুন রামায়ণকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সিনেপ্রেমীরা। ছবি নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। তারপর থেকেই রামায়ণকে ছবির পর্দায় আনতে একশবার ভাবছেন বলিউডের অন্যান্য পরিচালকরা। এছাড়া আলিয়ার সরে যাওয়ায় রণবীর কাপুরের বিপরীতে কে হবেন সীতা, তা নিয়ে প্রশ্ন তুঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান