অভিনেত্রী হিসেবে অধিক পরিচিতি পেলেও আশনা হাবিব ভাবনার রক্তে মিশে আছে নৃত্য ও চিত্রকর্ম। একজন চিত্রশিল্পী হিসেবেও তিনি অনন্য।
তাই ঘুরেফিরে নিজের আত্মিক প্রশান্তি খুঁজতে ছবি আঁকায় মেতে উঠেন ভাবনা। তবে শিল্পেও তাকে দেখা গেল একটু ভিন্ন রূপে।
বুধবার ( ৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে নিজের ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় মাছের বাজারে গিয়ে ছবি আঁকছেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লেখেন, ‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি। আমি মুদি বাজার করিনা, তবে রঙ তুলি রাঙাতে সুপার মার্কেটে যাই। হ্যাপি উইমেন’স ডে।’
এ নিয়ে ভাবনা বাংলা ভিশনকে বলেন, ‘নারী দিবসের জন্য ফটোশুট ছিল। রাজধানীর হাতিরপুল বাজারে গিয়েছিলাম ছবি আঁকতে। ওখানে থাকা মাছ বিক্রিতারাও আমাকে বেশ সহযোগিতা করেছে। আমি ভীষণ উপভোগ করেছি।’
মুক্তির অপেক্ষায় ভাবনার নতুন সিনেমা ‘যাপিত জীবন’। সেই সঙ্গে বেশ কিছু ওয়েব ফিল্মেও কাজ করছেন তিনি।
You must be logged in to post a comment.