আমাদের দেশে নারীর পক্ষেই যায় বেশিরভাগ আইন। এমনকি দেশে নির্মাণ করা সব নাটক-সিনেমাতে দেখানো হয়েছে নারীর প্রতি পুরুষের বিভিন্ন ধরণের নির্যাতন ও অবিচার। কিন্তু পুরুষও যে যৌন হয়রানির শিকার হতে পারে সে বিষয়ে তেমন উল্লেখযোগ্য কোনো কাজই এখনও নেই।
নারী ক্ষমতায়নের এই সময়ে ব্যতিক্রমী এক ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন নতুন নির্মাতা ইফফাত জাহান। পুরুষও যে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হতে পারে এমন একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। নতুন এই ওয়েব ফিল্মটির নাম ‘মুনতাসীর’। ওয়েব ফিল্মটিতে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, অশোক বেপারী, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, ফারহানা হামিদ, ইকবাল হোসেইনসহ আরও কিছু শিল্পী।
তরুণ নির্মাতা ইফফাত জাহানের, এর আগে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও বানানোর অভিজ্ঞতা আছে। এমনকি ভারতীয় একটি বিজ্ঞাপনও নির্মাণ করেছেন তিনি। তবে ওয়েব ফিল্ম নির্মাণে এই প্রথম। তরুণ এই নারী নির্মাতা জানান, আমাদের আশপাশে ঘটে যাওয়া মৌলিক গল্পে কাজ করার ইচ্ছা থেকেই ‘মুনতাসীর’ বানানোর সিদ্ধান্ত নেয়া। এটি নির্মাণ শুরুর আগে অনেক গবেষণা করতে হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশে নারীদের যৌন হয়রানির নিয়ে অনেক কথা হয়। সেগুলো নিয়মিত পেপার পত্রিকায়ও দেখি। কিন্তু পুরুষও যে বিভিন্ন সময়ে যৌন হয়রানির শিকার হয় সেটা একদম সামেনেই আসে না। মেয়েশিশুদের পাশাপাশি আমাদের দেশে অনেক ছেলেশিশুও যৌন হয়রানির শিকার হয়ে থাকে।
তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘আশপাশের অনেক পরিচিত পুরুষদের সঙ্গে কথা বলে জেনেছি, তারাও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে আলোচনা তো হয়ই না, এমনকি কেউ এটা নিয়ে কোনো কনটেন্টও নির্মাণ করেননি। নারী-পুরুষ নির্বিশেষে সবাই বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হয়ে থাকতে পারেন। সেই ভাবনা থেকে ‘মুনতাসীর’ নির্মাণের চিন্তা করেছি’।
শিল্পী ও কলাকুশলীদের সহায়তায় দুধাপে ১০ দিনের ভেতর শ্যুটিং শেষে হয়েছে। ফিল্মটি ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ’ এ এটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। পরিচালকের মতে, ওটিটির হাত ধরে ভিন্ন ধারার গল্প নিয়ে কাজ করার জন্য সুযোগ বেড়েছে।
দেশের নারী ক্রিকেট নিয়ে পরবর্তী কাজের প্রস্তুতি শুরু করেছেন এই তরুণ নির্মাতা। ২০২৩ সালের মার্চে সেটির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
You must be logged in to post a comment.