প্রাক্তন হলিউড চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনকে লস অ্যাঞ্জেলেসে ধর্ষণসহ যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। মহিলাদের আক্রমণ করার আগে ব্যক্তিগত বৈঠকে প্রলুব্ধ করার জন্য কিভাবে প্রভাবিত করতেন হার্ভে, দুই মাসের বিচারে সেই শুনানিই হয়েছে।
৭০ বছর বয়সী এই ব্যক্তিকে ২৪ বছর পর্যন্ত কারাদ-ের সম্মুখীন হতে হবে।
দুই বছর আগে নিউইয়র্কে তার প্রথম বিচারে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইতিমধ্যেই ২৩ বছরের জেল খাটছেন হার্ভে। গতকাল (সোমবার) হার্ভেকে ধর্ষণ এবং দুটি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যার মধ্যে জেন ডো ১ নামে পরিচিত একজন অভিযোগকারীর অভিযোগ প্রমাণিত হয়।
তবে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের স্ত্রী জেনিফার সিবেল নিউজম এবং জেন ডো ২ নামে পরিচিত অপর একজন মহিলার অভিযোগের বিষয়ে রায়ে পৌঁছাতে পারেনি জুরি।
অস্কার বিজয়ী ’শেক্সপিয়ার ইন লাভ’ এবং ’পাল্প ফিকশন’ এর প্রযোজক এবং বিনোদন সংস্থা মিরাম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা হার্ভে সোমবার একটি ধূসর স্যুটে লস অ্যাঞ্জেলেসের আদালতে উপস্থিত হন। এসময় তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছিলো।
You must be logged in to post a comment.