লম্বা বিরতির পর ফের এক হচ্ছে দুই বাংলা। যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘স্পর্শ’। আর এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন।
এই তথ্য নিশ্চিত করে নিরব বলছেন, ‘বহু বছর পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমরা সব নীতিমালা মেনটেইন করে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’
সিনেমাটি নির্মাণ করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আর কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। পরিচালনা করবেন ঢালিউডের অনন্য মামুন আর টলিউডের অভিনন্দন দত্ত।
জানা গেছে, ভারতে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই। এতে নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা, যা দ্রুতই জানানো হবে বলেছেন বাংলাদেশ অংশের নির্মাতা।
You must be logged in to post a comment.