কদিন আগেই জানা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষ্যে আগামী ৮ এপ্রিল প্রকাশ্যে আসবে বহুল প্রতিক্ষীত ‘পুষ্পা ২’ এর টিজার। এবার তার আগেই প্রকাশ্যে এলো আসন্ন ছবিটিতে জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার লুক!
২৮ এ পা রাখলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। শুক্রবার (৫ এপ্রিল) তার জন্মদিন। আর অভিনেত্রীর এই বিশেষ দিনেই তার ভক্তদের জন্য এক চমক নিয়ে হাজির হলেন তার আসন্ন সিনেমা ‘পুষ্পা ২’র নির্মাতা।
এদিন রাশমিকার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন সেই পোস্টারে রাশমিকার দেখা মিলেছে শ্রীভল্লি অবতারে।
‘পুষ্পা’র এক্স হ্যান্ডেলে পোস্টারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, সকলের হৃদয়ের স্পন্দনে শুভ জন্মদিন, শ্রীভল্লি। রাশমিকাকে দেখা গেছে একেবারে নতুন অবতারে সবুজ রঙের সিল্কের শাড়ির সঙ্গে একাধিক নেকলেস পরিহিত অবস্থায়। তার এই অবতারটাও একটু ভয়ের!
‘পুষ্পা’ ছবিতে একজন নিষ্পাপ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল রাশমিকাকে। কিন্তু পরবর্তী পার্টে রাশমিকার অবতার অন্যরকম হতে পারে বলে শোনা যাচ্ছে। যার ইঙ্গিত মিললো তার তীক্ষ্ণ চোখ আর রাগে ভরা লুক দেখে। তার নতুন চেহারা দেখে মনে হচ্ছে যেন সকলের মন কেড়ে নিচ্ছে। একইভাবে শ্রীভল্লীর চেহারাও শক্তিশালী হতে চলেছে। এটাও হতে পারে যে তিনি ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুনকে ছাপিয়ে যাবে। কারণ এই ছবির স্টাইল দেখে মনে হচ্ছে এটি নারী শক্তিকে ঘিরেই নির্মিত।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা ২’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।
‘পুষ্পা ২’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি! আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।- পিঙ্কভিলা
You must be logged in to post a comment.