রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

যে নায়িকার কামড় দেওয়া আপেল বিক্রি হয়েছিল নিলামে!

বিনোদন ডেস্ক / ৮২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩
যে নায়িকার কামড় দেওয়া আপেল বিক্রি হয়েছিল নিলামে!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

যে নায়িকার আবেদনময়ী রূপে মুগ্ধ ছিলেন একাধিক ভক্ত। একসময় ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেত্রী ছিলেন। তার অভিনেত্রী হয়ে ওঠার লড়াই নিয়ে ইতিমধ‍্যেই ‘দ্য ডার্টি পিকচার’ একটি সিনেমা হয়েছে বলিউডে। তার নাম বিজয়লক্ষ্মী, রূপালি জগতে যার ছিল সিল্ক স্মিতা নামে। একবার সিল্ক স্মিতার কামড় দেওয়া একটি আপেল নিলামে বিক্রি হয়েছিল?

সিনে জগতে সিল্ক স্মিতা ‘দক্ষিণের সাইরেন’ নামেও পরিচিত। রূপালি পর্দার সাফল্য অর্জনের জন্য খুব কঠোর পরিশ্রম করেছিলেন এই অভিনেত্রী। পরে সফলও হন। যদিও তার বেশিরভাগ ঘটনা ‘দ্য ডার্টি পিকচার’-এ দেখান হয়েছে, তবে এমন কিছু ঘটনা রয়েছে যা সাধারণ মানুষ এখনও জানেন না।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন এর খবর অনুযায়ী, একবার সিল্ক স্মিতা একটি ছবির শ‍্যুটিং করছিলেন, বিরতির সময় অভিনেত্রী একটি আপেল তুলে কামড় দিয়েছিলেন। এর পরে, তাকে অবিলম্বে শটের জন্য ডাকা হলে, অভিনেত্রী আপেলটি একপাশে রেখে শটের জন্য চলে যান। তারপর শ‍্যুটিংয়ে উপস্থিত এক ব্যক্তি তার আধ-খাওয়া আপেলটি লক্ষ্য করে। অভিনেত্রীর আধ-খাওয়া আপেল নিয়ে চম্পট দেয়।

পরে সেই ব‍্যক্তি আপেল নিলাম করে বিক্রি করেন। সুন্দরী অভিনেত্রী স্মিতার আধ-খাওয়া আপেল বিক্রি করে কত টাকা পেয়েছিলেন ওই ব‍্যক্তি? কেউ বলেন সেই আপেল বিক্রি হয়েছিল ২ টাকায়, আবার কেউ বলেন ২০০ টাকায়। কিছু প্রতিবেদনের দাবি, ওই কাটা আপেল ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছিল। যদিও কিছু জায়গায় দাবি করা হয়েছে সেই আপেলের দাম ছিল ১ লক্ষ টাকা।

সঠিক দাম কত ছিল ওই আপেলের? তা অবশ্য জানা যায়নি। তবে অভিনেত্রীর কাটা আপেল নিয়ে এই উন্মাদনা থেকে সিল্ক স্মিতার স্টারডাম খানিকটা অনুমান করা যায়।

অভিনেত্রী সিল্ক স্মিতা তামিল, মালয়ালম, তেলেগু এবং হিন্দি-সহ বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন। তিনি মোহনলাল এবং কমল হাসানের মতো সেসময়ের তাবড় তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছেন।

অভিনেত্রী হিসেবে নাম করলেও সিল্ক স্মিতার ব‍্যক্তিজীবন খুব একটা সুখের ছিল না। ১৯৮০ এর দশকে, সিল্ক স্মিতাকে বলা হত ‘কুইন অফ সেনসুয়ালিটি’ বা ‘কামের রানি’। সিনেমায় তার শরীরী আবেদনে বুঁদ ছিলেন দর্শকরা।

একটি তেলেগু পরিবারে বিজয়লক্ষ্মী ভাদলাপতি হিসাবে জন্মগ্রহণ করেন। সিল্ক স্মিতা তার পর্দার নাম। প্রথম ছবি ‘বন্দিচকরাম’-এ তার চরিত্র সিল্কের মাধ্যমে খ্যাতি অর্জন করেন।

‘বালু মহেন্দ্র মুন্দ্রাম পিরাই’-এ তার অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন, যা পরে ‘সাদমা’ নামে হিন্দিতে পুনঃনির্মিত হয়। দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন কমল হাসান, সিল্ক স্মিতা এবং শ্রীদেবী।

শোনা যায় তিনি এক ডাক্তারকে বিয়ে করেছিলেন। ভাগ‍্যের পরিহাসে নিজের কষ্টার্জিত সমস্ত অর্থ খুইয়ে ফেলেন সিল্ক স্মিতা। ২৩ সেপ্টেম্বর, ১৯৯৬ সালে সিল্ক স্মিতা মাত্র ৩৫ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন এই দাপুটে অভিনেত্রী। হোটেলের একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান